Twitter Bird Gadget

পিসির রেজিস্ট্রি সমস্যার সমাধানের জন্য চমৎকার একটি সফটওয়্যার


 আজকে আমি আপনাদের সামনে একটা সফটওয়্যার নিয়ে হাজির হয়েছি। এটা একটা রেজিস্ট্রি মেকানিক সফটওয়্যার। নামও রেজিস্ট্রি মেকানিক। অর্থাৎ আপনার কম্পিউটারের যাবতীয় রেজিষ্টারি সমস্যা গুলো এই সফটওয়্যারটি দিয়ে ঠিকঠাক করা যাবে।
2011-02-24_002720আমি যেহেতু রেজিষ্টারী সম্পর্কে বেশি কিছু জানি না তাই আর বেশি কিছু বলবো না। যেভাবে কাজ করবেন সেটার বর্ণনা নিচে দেওয়া হলোঃ
১. সফটওয়্যারটা চালু করুন।
২. এবার Scan Your Registry তে ক্লীক করুন।

৩. ফলে Scan শুরু হয়ে যাবে।
৪. Scan শেষে Repair বাটনে ক্লীক করুন।
৫. ব্যাস কাজ শেষ। সবশেষে Continue বাটনে ক্লীক করুন।

ডাউনলোডঃ

যেভাবে ফুল ভারসন করবেনঃ

১. সফটওয়্যারটা চালু করুন।
২. সফটওয়্যারটার বামদিকের সাইডবারে Register বাটনে ক্লীক করুন।
৩. ডাউনলোড কৃত ফোল্ডারের ভেতর Crack.exe নামের ক্রাকটা চালু করুন।
৪. Gen বাটনে ক্লীক করুন। ফলে আপনি Name ও Key পেয়ে যাবেন।
৫. এবার ছবির মতো Name এ নাম ও Key টা লাইসেন্স কি এ পেষ্ট করে Register বাটনে ক্লীক করুন।
৬. ব্যাস কাজ শেষ।
আশা করি আপনাদের কাজে লাগবে। ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না যেন।
ধন্যবাদ………

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...