Twitter Bird Gadget

পূর্ন গেমিং এর আনন্দ নিতে ‘গেম বুস্টার’


পিসি নিয়ে অনেকই ভুগছেন বিভিন্ন সমস্যায়। হয়ত কারো পিসিতে গ্রাফিক্সকার্ড নেই, কারো ভালো র‍্যাম বা প্রোসেসর নেই। আবার কারো বা নেই বেশি হার্ডডিস্কের জায়গা। যার যাই সমস্যা থাকুক না কেন? গেমস খেলার প্রতি সবারই একটা ইচ্ছা আছে। গেমের দোকানগুলোতে গিয়ে গেমস বাছাই করার সময় মনের ভেতরে যেন আনন্দের ঝড় শুরু হয় যায়। কিন্তু সব কিছু বাছাই করার শেষে যখন বাসায় থাকা নিজের পিসির কনফিগারেন এর কথা মনে পড়ে তখন মনটা খারাপ হয়ে যায়। আর যখন দোকানদার বলে যে, এই গেমসটা গ্রাফিক্সকার্ড বা ভালো কনফিগারেশন ছাড়া খেলা যাবে না তখন সত্যি মনের ভেতরে একটা সেক (হোচোট) করে ওঠে। ভেঙ্গে যায় মন। কারণ এত কষ্ট করে বাছাই করা গেমসটা আর খেলা হলো না। যারা এই জাতীয় সমস্যায় ভুগছেন তাদের সমস্যা দুরীকরণের জন্যই মূলত আমার এখনকার এই পোষ্টা। কিন্তু তার আগে বলে রাখি যে, পৃথিবীর কোন সফটওয়্যারেরই শক্তি নেই যে আপনার স্লো কনফিগারেন পিসিকে হাই কনফিগারেন এ বানিয়ে দিতে পারে। তবে এটা সত্য যে আপনার পিসির সঠিক কনফিগারেন এর সঠিক গতি সফটওয়্যারের মাধ্যমে পাওয়া সম্ভব। আমার এখনকার এই পোষ্টা একটা সফটওয়্যারের উপরে। এই সফটওয়্যারটার নাম হচ্ছে “গেমস বুস্টার”। অর্থাৎ বুঝতেই পারছেন এই সফটওয়্যার কাজ কি। আসলে যাদের পিসি স্লো তাদের ক্ষেত্রে এই সফটওয়্যারটা অনেক উপাকারী বলে আমি মনে করি। কেননা এই সফটওয়্যারটা দিয়ে আপনারা আপনার স্লো পিসির কনফিজারেশন ঠিক করে গেমস খেলতে পারবেন।

যেভাবে খেলবেনঃ

১. সফটওয়্যারটা সেটআপ দিন। এরপর সফটওয়্যারটা চালু করুন।
২. এবার আপনার পিসির নিচের দিকের কোনায় দেখুন একটা বক্স এসেছে।
৩. সেখানে ড্রাগ করে আপনার গেমসটার শর্টকাট পেষ্ট করে দিন।
৪. এবার Main >> Click to Boost এ ক্লীক করুন।
৫. যদি Next করার অপশন আসে তাইলে প্রয়োজনিয় সেটিংস এ চিকচিহ্ন ঠিক করে দিয়ে Next বাটনে ক্লীক করতে থাকুন।
৬. এবার গেম মুড চালু হবে।
৭.সফটওয়্যারটা অটোমেটিক মিনিমাইজ হয়ে আপনার সেই গেমসটা অটোমেটিক চালু হবে।
৮. এবার খেলতে থাকুন পুরো মজা নিয়ে :D

ডাউনলোডঃ [সাইজঃ মাত্র ৫ মেগাবাইট]

আশা করি সফটওয়্যারটা আপনাদের কাজে লাগবে। কেমন লাগলো জানাতে ভুলবেন না যেন..
ধন্যবাদ..

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...